বিনোদন ডেস্ক: আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর আপাতত তিহার জেলে বন্দি। সেখান থেকে বিভিন্ন উৎসবে চিঠি লিখে পাঠিয়েছেন তার দাবি করা প্রেমিকা বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। এবার ইস্টার সানডে উপলক্ষেও বিশেষ বার্তা দিয়েছেন সুকেশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ২০০ কোটি রুপির প্রতারণার মামলায় গ্রেপ্তার সুকেশ জেল থেকেও প্রতিটি মুহূর্তে মিস করছেন জ্যাকুলিনকে। এ কথা বার বার জানিয়েছেন তিনি। অভিনেত্রীর হাসিমুখ খুব মনে পড়ছে তার।
এবার ইস্টার সানডে উপলক্ষে চিঠিতে বলি নায়িকাকে লিখেছেন, ‘আমার বেবি আমার বম্মা, হ্যাপি ইস্টার। এটা তোমার প্রিয় উৎসব। ইস্টারের অনেক অনেক ভালোবাসা তোমায়।’
এছাড়াও সুকেশ চিঠিতে লিখেছেন, ‘তুমি কি জানো তুমি কত সুন্দর? এই বিশ্বজুড়ে তোমার থেকে বেশি সুন্দরী আর কেউ নেই। আমার খরগোশ, তোমায় খুব ভালোবাসি। জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমরা সারা জীবন একসঙ্গে থাকব। তুমি আমার।’
এছাড়াও কারাবন্দি সুকেশ চিঠিতে আরও যোগ করেন, ‘আমি আশা করছি আগামী ইস্টার আমরা একসঙ্গে কাটাব। এই দুঃসময় খুব তাড়াতাড়ি কেটে যাবে আমার।’
আমাদেরকাগজ/এইচএম






















