বিনোদন ২ এপ্রিল, ২০২৩ ০৫:৩৩

অভিনেত্রী মিঠুর বাসায় গহনা, নগদ টাকা চুরি

বিনোদন প্রতিবেদক : দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় সোনার গহনা, নগদ টাকাসহ ঘরের মূল্যবান অনেক জিনিষপত্র চুরির ঘটনা ঘটেছে। রবিবার, ২ এপ্রিল দুপুরে এমনটাই জানান অভিনেত্রী।

মিঠু বলেন, ‘আমার বাসার সবাই হাসপাতালে ছিলো। সেই সুযোগে ভয়ংকর ভাবে বাসার সমস্ত মূল্যবান জিনিস, গহনা, টাকা সব চুরি হয়ে গেছে। এমন ঘটনায় ক্ষুব্ধ হলেও ভেঙে পড়েননি মিঠু। বললেন, ‘মেরুদণ্ড তো আমার একটাই।  আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।

ইতোমধ্যে পোস্টটির নিচে ১২ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টবক্সে। এতে ৭২০টি মন্তব্য এবং ১২ বার শেয়ার হয়েছে পোস্টটি।

আমেোদরকাগজ/ এইচকে