বিনোদন ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:২৩

পছন্দের সেক্স পজিশন নিয়ে সেলিব্রিটিদের খোলামেলা আলাপ

ডেস্ক রিপোর্ট।। 

আগে বলিউডের তারকারা সেক্স নিয়ে খোলাখুলি কথা বলতে ইতস্তত করতেন। কিন্তু এখন সময় বদলে গেছে‚ স্টাররা হয়ে উঠেছেন বিন্দাস আর সাহসী‚ আজকাল তাঁরা নিজেদের সেক্স লাইফ নিয়ে কথা বলতেও লজ্জা পান না আর। আজকাল ছোটপর্দায় বেশ কয়েকটা অনুষ্ঠান হয় যেখানে তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। কয়েকজন অবশ্য এইসব প্রশ্নের উত্তর দিতে চান না। কিন্তু বাকিরা তাঁদের বেডরুম সিক্রেটস  ভক্তদের সঙ্গে শেয়ার করতে পিছপা নন। করণ জোহরের “কফি উইথ করণ” বলুন বা নেহা ধুপিয়ার BFFs with Vogue শো’তে তারকাদের থেকে বের করা হয় তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিক্রেটস।

আজকে রইলো কয়েকজন তারকা এবং তাঁদের প্রিয় সেক্স পজিশন কী তার হদিস।

আয়ুষ্মান খুরানা : নেহা ধুপিয়া যখন ওঁর কাছে ওঁর ফেভারিট সেক্স পজিশন জানতে চান‚ আয়ুষ্মান দুটো স্টাইলের কথা বলেন। টিভি দেখার সময় ওঁর ডগি স্টাইল পছন্দ‚ না হলে এমনি সময় ওঁর মিশনারি স্টাইল ভালো লাগে।

শার্লিন চোপড়া : শার্লিনকে বেশিরভাগ সময়ই খোলামেলা পোশাকে দেখা যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও উনি বেশ খোলামেলা। একটা সাক্ষাৎকারে ওঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন ‘অন টপ‘।

 

কাশ্মিরা শাহ : এই অভিনেত্রীর প্রিয় সেক্স পজিশন হলো ডগি স্টাইল। উনি আবার অন্যদের থেকেও বেশি সাহস। কারণ শুধুমাত্র প্রিয় পজিশন বলেই থেমে থাকেননি কাশ্মিরা। একই সঙ্গে উনি এও জানিয়েছেন অন্ধকারে এটা করতে উনি সব থেকে বেশি ভালোবাসেন।

মালাইকা আরোরা : সম্প্রতি নেহা ধুঁপিয়ার জনপ্রিয় চাট শোতে উপস্থিত ছিলেন উনি। সেখানেই উনি জানিয়েছেন ওঁর ওপরে থাকতেই সব থেকে ভালো লাগে।

সুশান্ত সিং রাজপুত : প্রথমটায় উনি বলতে চাননি। কিন্তু খানিকক্ষণ পর উনি জানান ওঁর ফেভারিট পজিশন হলো ’69’।

ভূমি পেডনাকর : নেহার টক শোতে এই প্রশ্নের সামনে পড়তে হয় ভূমিকেও। অবশ্য উনি একটুও লজ্জা না পেয়েই উত্তর দেন ‘অন টপ‘।

আলিয়া ভাট : আলিয়া একই সঙ্গে সুন্দরী এবং মিষ্টি। কিন্তু তাই বলে উনি বিন্দাস উত্তর দিতে ভয় পান না। বিছানায় ওঁর প্রিয় পজিশন হলো মিশনারি পজিশন। হ্যাঁ‚ একটা সাক্ষাৎকারে উনি নিজে এই কথা জানিয়েছেন।