আমাদের কাগজ ডেস্কঃ দীর্ঘ ৪ বছর পর্দায় এসে বিশাল ঝলক উপহার দিলেন বলিউড খ্যাত শাহারুখ খাঁন। তাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার কোটি কোটি ভক্তরাও। বক্স অফিস মুখ থুবড়ে পড়ার মত জায়গাকে আবার সচার করেছেন নতুন সিনেমা দিয়ে। সিনে প্রেমীদের জন্য নতুন আসংখ্যার বার্তা নিয়ে এসেছে তিনি।
২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই।
শাহরুখের ‘পাঠান’ প্রতিদিন একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মুক্তির ১৫ তম দিনে পাঠান গড়তে চলছে নতুন রেকর্ড।
সে হিসাবে, আমির খানের ‘দঙ্গল’ সিনেমার রেকর্ড ভেঙেছে পাঠান। দঙ্গল আয় করেছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি। দ্বিতীয় যে রেকর্ড ভেঙেছে পাঠান সেটি হলো—হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে শাহরুখের এ সিনেমা।
আমাদের কাগজ/এমটি





















