বিনোদন ডেস্ক: প্রায় ২০ মাসের মতো টুইটার থেকে দূরে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন পর টুইটারে ফিরেছেন তিনি।
টুইটারে ফিরেই উচ্ছ্বসিত হয়ে নিজের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, সবাইকে নমস্কার। সেই সঙ্গে আবার ফেরত এসে ভীষণ ভালো লাগছে।। মঙ্গলবার (২৪ জানুয়ারি) কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তার টুইটে ভিউ সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে নিজের আগামী ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষের কয়েকটি ভিভিও পোস্ট করেছেন।
জানা গেছে, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট দিতেন কঙ্গনা। এ কারণে ২০২১ সালের ৪ মার্চ অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। একাধিকবার কঙ্গনার পোস্ট টুইটার পলিসির আচরণবিধি লঙ্ঘন করায় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।
আমাদের কাগজ//জেডআই






















