বিনোদন ৬ জানুয়ারি, ২০২৩ ১২:৪৩

রাজের সঙ্গে থাকা নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক: স্বামী শরিফুল রাজের বাসায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এমনটাই জানালেন আরেক অভিনেত্রী শিরিন শীলা।

বুধবার রাত সোয়া ১২টার দিকে শীলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, শিরিন শীলার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন পরীমনি ও রাজ। সে সময় তাদের ছেলে রাজ্যকেও দেখা গেছে ছবিতে।

তবে শিলার পর পরীমন নিজেই জানিয়েছেন, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন।

বৃহস্পতিবার দুপুরে পরীমনি গণমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিনদিন ধরে আবার একই ছাদের নিচে আছি। মা হয়েছি, সুন্দর করে বাঁচতে চাই রাজ্যের জন্য। রাজ্যই এখন সবকিছু।

পরীমনির এমন দাবির বিষয়ে শরিফুল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পরীমনি ও রাজ ইস্যু গত কয়েকদিন ধরেই ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এলেন পরীমনি। রাজের বিরুদ্ধে হাত তোলার অভিযোগও করেন তিনি।

আমাদেরকাগজ/এইচএম