আমাদের কাগজ ডেস্ক: জনপ্রিয় শর্ট ভিডিও ও বিনোদন প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২০২২ সালে যেসব কনটেন্ট এই প্ল্যাটফর্মে আপলোড হয়েছে, সেগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ থেকে এ বছর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী সামিরা খান মাহির ভিডিও। তিনি তার শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে প্রাণবন্ত থাকা যায়।
তালিকার শীর্ষে থাকায় উচ্ছ্বসিত সামিরা বলেন, “অবশ্যই এটা ভালো লাগার বিষয়। একটা প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয় আছেন। সেখানে আমার ভিডিওগুলো বেশি দেখেছেন, এজন্য আনন্দিত। তাছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাই, সেটার আনন্দ তো একটু বেশিই বটে।”
উল্লেখ্য, সামিরা খান মাহির টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী রয়েছে। অন্যদিকে তিনি ফলো করেন ৫৭৩ জনকে। অভিনেত্রীর ভিডিওগুলো এ পর্যন্ত ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে।
তালিকা তৈরির প্রসঙ্গে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ গবেষণা ও প্রবণতা বিশ্লেষণের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আর তাই এ তালিকার সঙ্গে ভিডিও র্যাঙ্কিংয়ের কোনো সম্পর্ক নেই। এ ক্ষেত্রে ভিডিওর বিষয়বস্তুর মান ও ভিউয়ের সংখ্যাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও একই পদ্ধতিতে তালিকা তৈরি করা হয়েছে।
আমাদের কাগজ/টিআর






















