বিনোদন ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০২

মা হতে চান প্রিয়াঙ্কা

ডেস্ক রিপোর্ট।। 

গেল বছরের ডিসেম্বরে পপ তারকা নিক জোনাসের সঙ্গে মালাবদল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা গিয়েছিল, বেশ দেরিতে সন্তান নেওয়ার কথা ভাববেন এই তারকা দম্পতি। তবে সবার ধারণা ভুল প্রমাণিত করে শীঘ্রই সন্তান নেওয়ার আশা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি তিনি ‘ভোগ’ পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই মা হওয়ার ইচ্ছার কথা জানান।

ফ্যাশন, লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রিয়াঙ্কার যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে, সেখানে তিনি জানিয়েছেন, গায়ক স্বামী নিক জোনাসের সন্তানের মা হতে চান। শিশুদের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে। সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে সময় কাটান। শুধু সন্তানের মা নয় আরও একটা ইচ্ছের কথা জানিয়েছেন অভিনেত্রী।