বিনোদন ডেস্ক: বিদ্যা সিনহা মিম শোবিজ অঙ্গনে নজরকাড়া গ্ল্যামারে খুবই জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরিও বেশ পছন্দ করে তিনি। এবার ঘুরতে গিয়েছেন কক্সবাজারে। সেখানে গিয়ে সাগরের তীরে বালির বুকে কিছু একটা লিখছেন তিনি।
সম্প্রতি জানা গেল তিনি স্বামীসহ বর্তমানে সাগর পাড়েই বর্ণিল সময় কাটাচ্ছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায় নিজের স্বামীর নাম বালিতে লিখতে। মিম ভক্তরা বেশ আনন্দিত স্বামীর প্রতি ভালোবাসা দেখে। ভিডিওর ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’
প্রসঙ্গত, বছরের শুরুতেই (৪ জানুয়ারি) বেশ জাঁকজমক আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম-সনির বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও শোবিজের অনেক তারকা।
আমাদের কাগজ//জেডআই





















