বিনোদন ডেস্ক: বহুল প্রতিক্ষিত 'কারাগার' ওয়েব সিরিজের পার্ট ২' মুক্তির কথা ছিলো আগামী ১৫ ডিসেম্বর। তবে এবার পিছিয়েছে মুক্তির তারিখ। ‘কারাগার’ কর্তারা জানালেন, নির্দিষ্ট তারিখে সিরিজটি উন্মুক্ত হচ্ছে না। কারণ এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে।
হইচইয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর নয়, ২২ ডিসেম্বর পার্ট ২ আসবে। সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিজনে এর গল্প বিস্তার করে জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে ঘিরে। যে কথা বলতে পারে না। ইশারা ভাষার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। দর্শকদের ধারণা, সেই রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে পূর্বনির্ধারিত তারিখ ১৫ ডিসেম্বরে আসছে না ‘কারাগার পার্ট টু’। এক সপ্তাহ পিছিয়ে আগামী ২২ ডিসেম্বর আসবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ পাশের ইমোটিকন দেখে বোঝা যাচ্ছিল, মজার ছলেই এমনটি বলছেন অভিনেতা।
আমাদের কাগজ//টিএ





















