বিনোদন ডেস্ক: আমির খান জানিয়েছিলেন, অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত। হয়তো তৃতীয় বিয়ের জন্যই তার এই ‘বিরতি’র সিদ্ধান্ত।
এর আগে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান ও ফাতিমা সানা শেখ। প্রেমের পরে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির-ফাতিমা। তবে এমন গুঞ্জন সামনে এসেছে ফাতিমার একটি পোস্টকে কেন্দ্র করে।
ফাতিমা ইরার বাগদান পার্টিতে তোলা নিজের কিছু সিঙ্গেল ছবি আপলোড করে লিখেছিলেন, ‘টু ডু অর নট টু ডু, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।’ এক্ষেত্রে Not লেখার বদলে Knot লিখেছিলেন তিনি। শোনা যায়, ফাতিমার কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটান আমির খান।
গতকাল ইনস্টাগ্রামে ইরা-নূপুরের বাগদান অনুষ্ঠানের আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ফাতিমা। যেখানে একসঙ্গে তিনজনকে দেখা যায়। মন্তব্যের ঘরে ইরা লেখেন, ‘এটা সম্ভবত ওই দিনের দ্বিতীয় পছন্দের ছবি আমার।’
আমাদের কাগজ//জেডআই






















