বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে হাই কোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এছাড়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের আপিলের অনুমতি চেয়ে আবেদন গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই’ বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এমন রায়ে সন্তুষ্ট নন জায়েদ খান ।তবে বিচলিতও নন তিনি। সোমবার দুপুরে জায়েদ খান বলেন, ‘আদালত নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এখন শুনানি হবে। আমি শুনানির প্রস্তুতি নিচ্ছি। আমি বিশ্বাস করি শুনানিতে রায় আমার পক্ষে আসবে। কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। ’
এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তা স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আজ হাইকোর্টের রায় স্থগিত রেখেছেন আপিল বিভাগ। এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন জায়েদ খান। সেটারই প্রস্তুতি গ্রহণ করছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।
আমাদের কাগজ//জেডআই






















