বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান জমকালো অনুষ্ঠানে বাগদান করলেন। গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ে বাগদান অনুষ্ঠানে লাল সিল্কের গাউনে সবার নজর কেড়েছিলেন তিনি। তার বরের নুপুর শিখরে নুপুর কালো স্যুট পরেছিল।
এই অভিনেতাকে তার দুই প্রাক্তন স্ত্রী রীনা এবং কিরণের সাথে তার মেয়ের বাগদানে দেখা গিয়েছিল। সাদা কুর্তা ও পায়জামায় কাচা দাড়ি ও চুলের আমির দর্শন দিয়েছেন।
প্রায় দুই বছর ধরে ফিটনেস কোচ নূপুরের সঙ্গে প্রেম করছেন ইরা। তিনি ২০২০ সালে ইরাকে প্রেমের প্রস্তাব করেছিলেন; আর অমিরকন্যা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বেশ কয়েকদিন আগে ইরা ও নূপুরের মধ্যে আংটি বিনিময় হয়।
বাগদানের এই ঘটা করে আয়োজনে দেখা গেল আমিরের ভাগনে অভিনেতা ইমরান খানকে। যদিও দীর্ঘদিন ধরে বলিউড থেকে দূরে রয়েছেন ইমরান। তবে ইরার বাগদানে এক জোট খান পরিবার। বহুদিন চলচ্চিত্র ও মিডিয়া থেকে অদৃশ্য থাকা ইমরানের উপস্থিতিই ছিল সবচেয়ে চমকপ্রদ।
আমাদেরকাগজ/এইচএম





















