বিনোদন ১৮ নভেম্বর, ২০২২ ০৩:১৭

ঢাকায় আসা নিষেধাজ্ঞায় আটকাতে পারেনি নোরা ফাতেহিকে 

বিনোদন প্রতিবেদক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম সংয়ের নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসেছেন। জানা গেছে, আজ (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পদার্পণ করেছেন নোরা।

এর আগে বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমনে আপত্তি জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে কোনো আপত্তি আটকাতে পারেনি এই আইটেম সংয়ের নৃত্যশিল্পীকে।

নোরা ফাতেহির এ সফরে তিনি উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রামের যান। বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন।

রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির পারফরন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সহাস্রাধিক ভক্তদের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন। নৃত্যের তালে তালে বিনোদনপিয়াসীদের মাতিয়ে তুলবেন নোরা।

এ বছর ৭ নভেম্বরের দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে এনবিআর জানতে পারে, ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরপর কর ছাড়া বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমনে আপত্তি জানায় এনবিআর।

সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।

 

আমাদের কাগজ/ইআ