নিজস্ব প্রতিবেদক: সিনেমা নিয়ে এখন বেশ ভালই দিন যাচ্ছে দেশের সিনেমা হল গুলি। এবারে ট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা মুক্তি পেয়েছে চলতি সপ্তাহের নতুন সিনেমা ‘মেইড ইন চিটাগং’। চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়েই নির্মিত সিনেমাটিতে জুটি বেঁধেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এই প্রথম কোনও সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করলেন ব্যান্ড তারকা পার্থ।
চট্টগ্রাম অঞ্চলের মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম ইত্যাদি বিষয়গুলো এই সিনেমায় তুলে ধরা হয়েছে বলে জানাচ্ছেন নির্মাতা ইমরাউল রাফাত। এই মধ্যে এই সিনেমার গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’ অন্তর্জালে ভাইরাল হয়ে গেছে। সিনেমাটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন।
‘মেইড ইন চিটাগং’র প্রায় সব শিল্পী-কুশলী চট্টগ্রামের। এই তালিকায় আছেন চিত্রলেখা গুহ, নাসিরউদ্দিন খানসহ অনেকে। আছেন সাজু খাদেমও।
আমাদের কাগজ/ইআ






















