বিনোদন ডেস্ক: বলিউড পাড়ার পরিচিত মুখ অভিনেত্রী কীর্তি কুলহারি। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘পিংক’ সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘ফোর মোর শট প্লিজ’-এর তৃতীয় সিজন। সিরিজটিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের করেছেন তিনি।
এ বিষয়ে অভিনেত্রী বলেছেন, প্রাক্তন স্বামী সাহিল সেহগাল তাকে আত্মবিশ্বাস এবং সমর্থন দিয়েছেন যৌন দৃশ্যে অভিনয় করার জন্য। স্বামীর সমর্থন তাকে সাহসী দৃশ্যে নিজেকে মেলে ধরতে সাহায্য করেছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি কুলহারি বলেন, ‘২০১৬ সালে আমি বিয়ে করি, তখন আমার স্বামী (সাবেক) সাহিল কাজের ব্যাপারে আমাকে সমর্থন করেছিল। আমাকে নিয়ে অনিরাপদ বোধ করত না। বলত না, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতে পারবে না।’
কীর্তি বলেন, ‘সিরিজের চারটি চরিত্রকে অন্তরঙ্গ দৃশ্যে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে এসব কোনো ব্যাপার নয়, সিরিজটিতে আমার চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে, সেটা অভিনেতা ও ব্যক্তি হিসেবে আমাকে শক্তিশালী করেছে।’
আমাদেরকাগজ/এইচএম






















