বিনোদন ১৭ নভেম্বর, ২০২২ ০৮:১৩

কেন প্রথম ছবির প্রস্তাব বার বার ফিরিয়ে দিচ্ছেন শাহরুখ পুত্র? 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বলিউডে অভিষেক হবে কবে? এই জল্পনা-কল্পনা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি আরিয়নের কাছে প্রস্তাব নিয়ে যান করণ জোহর। এক বার নয়, একাধিক বার। কিন্তু প্রতি বার করণকে ফিরিয়ে দেয় আরিয়ান।

তবে ভালো কাজের আশা করছে শাহরুখ খানের কন্যা সুহানা খান। খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে তার। জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিজ’-র হাত ধরে। স্বাভাবিক ভাবেই জল্পনা বিভিন্ন মহলে কার ছবিতে অভিষেক হবে আরিয়ানের?দীর্ঘদিন ধরেই এই একটি প্রশ্ন শোনা যাচ্ছিলো সিনেপ্রেমীদের মুখে মুখে।

এদিকে, গত বছর মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, শাহরুখের ছেলের দ্বারা আর কিছুই হবে না। অনেকের মতে, আরিয়ানকে নাকি ঠিকমতো মানুষই করতে পারেননি শাহরুখ। তবে সেসব বিতর্ককে পিছনে ফেলে নতুন করে সব কিছু গুছিয়ে নিচ্ছেন আরিয়ান। আর তার প্রমাণ কয়েক দিন আগে হয়ে যাওয়া আইপিলএলের নিলামে আরিয়ানের উজ্জ্বল উপস্থিতি। 

কিন্তু এবার আর খেলা নয়, আরিয়ান এবার পুরোপুরি মনযোগ দিতে চান সিনেমায়। শুধু আরিয়ান নন, শাহরুখ নিজেও বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন, ‘আরিয়ান পরিচালক হতে চান, ক্যামেরার পিছনেই বেশি স্বচ্ছন্দ সে।’

বলিউডে স্বজনপ্রীতির বির্তকে সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন করণ জোহর। তিনি শাহরুখের কাছের বন্ধুও বটে। একাধিক তারকা সন্তানদের ‘গডফাদার’ও তিনিই।

সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, বরুণ ধওয়ান, অনন্যা পণ্ডে, জাহ্নবী কপূরসহ বহু তারকা সন্তান।

শাহরুখ পুত্র আরিয়নের কাছেও এই একই প্রস্তাব নিয়ে যান করণ। এক বার নয়, একাধিক বার। কিন্তু প্রতি বারই করণকে ফিরিয়ে দেন আরিয়ান।

এক সংবাদমাধ্যমে করণ বলেছিলেন, ‘ও (আরিয়ান) এখনও ছোট, ঠিক সময়ে নিজেই বুঝে যাবে।’ কিন্তু একাধিক বার প্রত্যাখানের পর এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন করণ।

আরিয়ানের কাছে ছবির প্রস্তাব নিয়ে যান জোয়া আখতারও। শোনা যায় ‘দ্য আর্চিজ’-এর জন্য আরিয়ানকে প্রস্তাব দেন জোয়া। কিন্তু এই পরিচালকেও ফিরিয়ে দেন আরিয়ান।

শাহরুখ তনয়ের স্পষ্ট কথা, তিনি অভিনেতা হতে চান না। বরং ক্যামেরার নেপথ্যে থাকতেই তিনি পছন্দ করেন।

 

আমাদের কাগজ/ এম টি