বিনোদন ১৩ নভেম্বর, ২০২২ ০৭:২৬

কণ্ঠশিল্পী আকবরের মৃত্যুতে যা বললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: চলে গেলেন ‘ইত্যাদির’ কণ্ঠশিল্পী আকবর আলী গাজী। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। রোববার (১৩ নভেম্বর) দুপুরে না ফেরার দেশে চলে যান আকবর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধে জন্ডিস। এ ছাড়াও কিডনিতে সমস্যা ও রক্তের প্রদাহসহ নানান রোগ। তার দুটি কিডনি ড্যামেজ হয়ে শরীরে পানি জমে নষ্ট হয়ে যায় তার ডান পা। মৃত্যুর কিছুদিন আগেই সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয় সেই পা।

এদিকে তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ দিনের কর্মসঙ্গীরা, ভক্তরা জানাচ্ছেন সমবেদনা।

আকবরের মৃত্যুতে শোক জানি পূর্ণিমা বলেন, ‘কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন, তার মৃত্যুর খবরটা শুনে আসলে অনেক খারাপ লাগছে। তবে চিরন্তন সত্যটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই তো উনি (আকবর) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্যও নানান বেগ পেতে হয়েছে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

তিনি আরও বলেন, আকবর যখন ‘একদিন পাখি উড়ে’ শিরোনামের গানটি করে খ্যাতি অর্জন করেন। তখন হানিফ সংকেত দাদা ‘তোমার হাত পাখার বাতাসে’ মিউজিক ভিডিওটির চিন্তা করেন। তখনকার সময়ে আমি জনপ্রিয় একজন চিত্রনায়িকা। এ হিসেবেই হয়তো আমাকে মিউজিক ভিডিওটিতে অভিনয় করতে প্রস্তাব দেন। তাই আমি কাজটি করেছিলাম। যেহেতু গানটি আকবরের মৌলিক গান ছিল, সে সময় এই গানের জন্যও আমি অনেক ভক্তের ভালোবাসা পেয়েছি।


আমাদেরকাগজ/এইচএম