বিনোদন ডেস্ক: বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সম্পর্কের গল্পটা অনেকটা সিনেমার মতোই। কখনও মধুর, কখনও কঠিন সময় পার করেছেন তারা। তবে শাহরুখের এই বিপদের সময় সালমান খান ছায়ার মতো পাশে ছিলেন। আর এরপর থেকে আবারও চর্চার বিষয়ে পরিণত হয়েছে এই দুই খানের বন্ধুত্ব। তবে দুই সুপারস্টার নাকি একে অপরের সাফল্যকে ঈর্ষা করেন। সালমানের বাবা সেলিম খান নিজেই জানিয়েছেন এই তথ্য।
বলিউডের খ্যাতনামা প্রযোজক ও সালমান খানের বাবা সেলিম খান জানান, ‘‘আজকাল অভিনেতাদের মধ্যে সহ্যক্ষমতা এবং ধৈর্যশক্তি কম রয়েছে। ছোট ছোট জিনিস নিয়ে তারা কষ্ট পায়। এক অভিনেতা অন্য অভিনেতাকে তার প্রাপ্য সম্মানটুকুও দেন না’’।
সেলিম খান আরও বলেন, ‘‘সালমান-শাহরুখের মধ্যে কখনও ভাল বন্ধুত্ব হতে পারে না। দুই অভিনেতা একে অপরের প্রতিদ্বন্দ্বী। সালমানের ছবি হিট করলে শাহরুখ পার্টি দেবে- তা কোনও দিন হতে পারে না। ঠিক তেমনই এর উল্টোটাও সম্ভব নয়। শাহরুখ সাফল্যের মুখ দেখলে সালমান কখনওই নেচে গেয়ে আনন্দ করবে না’’।
আমাদের কাগজ//টিএ






















