বিনোদন ডেস্ক: আইটেম গানে কাজ করেই নিজেকে অনন্য উচ্চতায় রয়েছেন মালাইকা আরোরা। এবার নতুন রুপে আসছে বলিউডে আইটেম এই হিরোইন। বেশ জনপ্রিয়তা পেয়েছিলো মালাইকার অভিনীত ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া গান’ দুইটি।
শুক্রবার (১১ নভেম্বর) মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার টিজার। নির্মাতা আনন্দ এল রাইয়ের সিনেমাটির গানে কোমর দুলাতে দেখা যাবে মালাইকাকে। টিজারে সেই গানের খানিক দৃশ্যেই মালাইকার লুক দৃষ্টি কেড়েছে নেটিজেনদের।
শুধু সিনেমাটির একটি গানে পারফর্ম করেননি মালাইকা আরোরা। তাকে বিশেষ একটি চরিত্রেও পর্দায় দেখা যাবে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও জয়দীপকে। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে অ্যাকশন ঘরানার এ সিনেমাটি।
আমাদের কাগজ//জেডআই





















