বিনোদন প্রতিবেদক: কলকাতায় বসছে মৈত্রী কনসার্ট আয়োজনের চতুর্থ আসর। এতে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই রকব্যান্ড মেকানিক্স ও আফটারম্যাথ।
বাংলা রক গান নিয়ে দুই বাংলার বড় আয়োজন ‘মৈত্রী কনসার্ট’। কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হচ্ছে সংগীতের অন্যতম বড় এই উৎসব। বাংলাদেশ ও কলকাতা—দুই জায়গায়ই বেশ জোরালোভাবে রক গানের চর্চা হচ্ছে কয়েক দশক ধরে। মৈত্রী কনসার্ট তাই হয়ে উঠেছে দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থল।
বাংলাদেশ থেকে কলকাতায় অনুষ্ঠিত মৈত্রী কনসার্টে পারফর্ম করেছে আর্বোভাইরাস, পাওয়ারসার্চ, আর্টসেলসহ কয়েকটি ব্যান্ড। সেখানে শ্রোতাদের অফুরন্ত উচ্ছ্বাস ঢাকার ব্যান্ডগুলোকেও প্রেরণা জুগিয়েছে। সে ধারাবাহিকতায় ১২ নভেম্বর কলকাতার দমদম রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে মৈত্রী কনসার্টের চতুর্থ আসর। সেখানে পারফর্ম করবে বাংলাদেশ ও ভারতের আটটি ব্যান্ড। ভারত থেকে ‘পৃথিবী’, ‘আত্মহত্যা’, ‘ডেথলোর’, ‘রেডিওনিউক্লাইড’, ‘দ্য ভ্যাগাবন্ডস’ ও ‘ফেসব্রোক’। আর বাংলাদেশ থেকে থাকবে দুই ব্যান্ড ‘মেকানিক্স’ ও ‘আফটারম্যাথ’।
এবার যারা পারফর্ম করছে
পৃথিবী (ভারত)
মেকানিক্স (বাংলাদেশ)
আত্মহত্যা (ভারত)
আফটারম্যাথ (বাংলাদেশ)
ডেথলোর (ভারত)
রেডিওনিউক্লাইড (ভারত)
দ্য ভ্যাগাবন্ডস (ভারত)
ফেসব্রোক (ভারত)
আমাদের কাগজ//জেডআই





















