জিহাদুল ইসলাম: ঢালিউডের আলোচিত-সমালোচিত ও বেশ জনপ্রিয় নায়িকা পরীমণি। সিনেমার পাশাপাশি বেশ সুন্দর ভাবে সামলে যাচ্ছেন দাম্পত্য জীবন। স্বামী শরিফুল রাজ ও সন্তান রাজ্যকে নিয়ে যেন সুখী সংসার এই নায়িকার।
পরীমণি তার স্বামী শরিফুল রাজের সাথে কাছাকাছি মূহুর্তের বেশ কিছু ছবি জন্মদিনের এ্যালবামে পোস্ট করে স্মৃতিচারণ করেছেন। গতকাল(৩১ অক্টোবর) রাতে এ পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে লিখেছেন ‘MY REAL LIFE HERO'। লাভ ইমুজি সাথে হ্যাশট্যাগ দিয়েছেন RAZZ।
পরীমণির জন্মদিন ছিল সোমবার (২৪ অক্টোবর)। তার জন্মদিন মানেই জমকালো আয়োজন। এবারও ব্যতিক্রম ছিল না তার। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জীবনের বিশেষ দিনটি উদযাপনের আয়োজন করেন অভিনেত্রী। সেখানে বিনোদন অঙ্গন ও ইন্ডাস্ট্রির নানা তারকারাও উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়। পরীমনি জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে পরীর শুভাকাঙ্ক্ষীরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান। পরীও তার স্বভাবসুলভ মিষ্টি হাসিতে সবার শুভেচ্ছা গ্রহণ করেন।
পরীর এবারের জন্মদিনের অনুষ্ঠানে চমক ছিল‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ ছবির গান প্রকাশ। চারজন মিলে জন্মদিনে কেক কেটেছেন পরী। কেক কাটায় অংশ নিয়েছেন- পরীর নানা, পরীমনি নিজে, ছেলে রাজ্য ও তার স্বামী শরিফুল রাজ। পাশাপাশি পরীর জীবনভিত্তিক ডকু ফিকশন অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে।
আমাদের কাগজ//জেডআই






















