বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর চলতি বছরের ইতিমধ্যে ৫টি ছবি মুক্তি পেয়েছে এবং মুক্তির মিছিলে আছে আরও কয়েকটি ছবি, তিনি রীতিমত কাজের জন্য ক্ষুধার্ত হয়ে আছেন। এমনটাই জানিয়েছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে রাকুল বলেন, কাজে ডুবে থাকার আনন্দই আলাদা। আমি কাজের জন্য ক্ষুধার্ত; আমি একজন ওয়ার্কহোলিক। এ বছর পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবং ভাবছি এরপর কী করব? আমি সবসময় একটা 'পরবর্তী কি?' মেজাজে থাকি।
তিনি বলেন, পেশাটা উপভোগ করছি। সব ধরনের ছবিতেই নিজেকে মানিয়ে নিতে পারি। চরিত্রে বৈচিত্র্য আনতে পারি। সারা বছর একের পর এক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে চাই। ছবির শুটিংয়ে ব্যস্ত থাকতে চাই।
চলতি বছরটি রাকুলে শুরু হয়েছিল জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ দিয়ে, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪’, ‘কাটপুতলি’ ও ‘ডক্টর জি’ ছবিগুলো। সবশেষে ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ‘থ্যাংক গড’।
আমাদেরকাগজ/এইচএম






















