বিনোদন ডেস্ক: একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম চলচিত্র জগতে এটা নতুন কিছু নয়। তবে বলিউড নায়ক-নায়িকাদের ক্ষেত্রে প্রেমের জল্পনা-কল্পনা একটু বেশিই থাকে। শুধু তাই নয়, বিয়ে থেকে শুরু করে বিচ্ছেদের গুঞ্জনও একটু বেশিই শোনা যায়। তবে এসব বিষয় থেকে একেবারেই ভিন্ন মনে হয় নার্গিস ফাখরিকে।
এর আগে নার্গিস ফাখরি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে নাকি কোন প্রেম ছিল না। নার্গিস বলেছিলেন, আমার কাছে সম্পর্কটা খুব দামি। আমি চাই সুন্দর একটা সম্পর্ক। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তার সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার জলখাবার তার সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলি করার জন্য বিয়েটা জরুরি নয়।
এক সময় কাজের জন্য ব্যক্তিগত জীবনে বিশেষ নজর দিতে পারতেন না নার্গিস। একসঙ্গে অভিনয়ের কারণে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। কিন্তু নার্গিস ছিলেন ব্যতিক্রম। তার বেশ কয়েকটি প্রেমের সিনেমা রয়েছে।
তবে নার্গিসের দাবি, তিনি কখনোই কোনো সহ-অভিনেতার প্রেমে পড়েননি। যাইহোক, উদয় চোপড়ার সাথে তার প্রেমের গুজব বলিপাড়ায় তোলপাড় সৃষ্টি করে। নার্গিসের বলেন, 'আমি যাদের সঙ্গে কাজ করি তাদের ব্যাপারে আমি আগ্রহী নই। আমার জীবন খুব সহজ নয়। আমি যাদের সাথে দেখা করি তারা সবাই আমাকে দেখে হতবাক। কেউ কেউ আবার ভয়ও পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন।'
উল্লেখ্য, নার্গিস ফাখরি একজন আমেরিকান মডেল। যিনি মূলত বলিউডে কাজ করেই জনপ্রিয়তা পান। তিনি প্রথম আমেরিকার নেক্সট টপ মডেলে উপস্থিত হয়ে মিডিয়াতে প্রবেশ করেন।
আমাদেরকাগজ/এইচএম






















