বিনোদন ডেস্ক: করোনার পর এবার ডেঙ্গুতে আক্রন্ত হলেন সালমান খাঁন। তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, শারীরিকভাবে তেমন অসুস্থ নয় সালমান। শনিবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে শুটিং বন্ধ রেখেছে সালমান। কিছু দিনের জন্য তাই বিগ বসের মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা ছিল ভাইজানের। ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কিনা, তা আজ শনিবার পর্যন্তও স্পষ্ট নয়।
শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন এ অভিনেতা।
আমাদের কাগজ//টিএ





















