বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দেশে ফিরেছেন। কলকাতায় দুর্গাপূজা ও নিজের জন্মদিন উদযাপন করে আসলেন তিনি। দেশে ফিরেই কথা বলেছেন সাংবাদিকদের সাথে। কিন্তু কি বললেন তিনি।
অপু বিশ্বাস বলেন, তারা আমার জন্মদিনে বেশ আয়োজন করেছিল। আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসা দিয়েছেন তারা। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ভাগ্যও লাগে, সেটি বুঝতে পারছি। আর সেই ভাগ্য আমার হয়েছে। কলকাতায় বেশ কিছু কাজের বিষয়ে কথা হয়েছে। গ্রিন সিগন্যাল পেলে সব কিছু জানাব। আর এই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে। এ ছাড়া বেশ কিছু কাজ হয়েছে, যা শিগগিরই আমাদের দেশে প্রকাশ হবে।
সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেমপ্রীতির বন্ধন’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। এ ছাড়া কিছু দিন আগে কলকাতায় জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকার্ট’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
আমাদের কাগজ//জেডআই





















