বিনোদন ডেস্ক: একই দিনে মুক্তি পাবে মাহিয়া মাহি ও পূজা চেরির দুটি ছবি। ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত হৃদিতা সিনেমা। অন্য দিকে মুক্তি পেয়েছে দিনে মাহি অভিনীত সিনেমা যাও পাখি বলো তারে। অনেকে বলছে পর্দায় মুখোমুখি হলেন মাহিয়া মাহি ও পূজা চেরি। তবে বিষয়টিকে মোটেও মুখোমুখি কিংবা প্রতিযোগিতা মনে করছেন না পূজা চেরি।
তিনি বললেন,‘মাহি আপু কেন, অন্য কোনো নায়িকার সঙ্গেও যদি আমার ছবি মুক্তি পায়, সেটাকে কখনোই প্রতিযোগিতা হিসেবে দেখি না। আমার আরও গর্ব হয়, শিশুশিল্পী হিসেবে যাঁদের সঙ্গে ছোটবেলা থেকে অভিনয় করেছি, তাঁদের সঙ্গে নায়িকা হিসেবে আমার ছবি মুক্তি পাচ্ছে। এসব দেখলে আমার আরও ভালো লাগে। কখনো কাউকে হিংসা করিনি, করবও না। ব্যাপারটা আমি বেশ এনজয় করি এবং করেও যাব।’
পূজা চেরি এ-ও বললেন, ‘শুধু তা-ই নয়, আমি চাইব, আমাদের দুজনের ছবিই ভালোভাবে ব্যবসা করুক। দর্শক প্রেক্ষাগৃহে এসে দুটি ছবিই দেখুন। এরপর তাঁরা তাঁদের ভালো লাগা কিংবা মন্দ লাগা, যা-ই হোক জানান। গঠনমূলক সমালোচনা করুন। সবকিছুর পর বাংলাদেশের বাংলা চলচ্চিত্র ভালো যাক, এটাই চাওয়া।’
মাহিয়া মাহি ও পূজা চেরির একই দিনে মুক্তি পাওয়া দুটি চলচ্চিত্রের প্রেক্ষাগৃহের সংখ্যাও সমানসচরাচর এমনটা দেখা যায় না। দুটি চলচ্চিত্রের প্রেক্ষাগৃহ সংখ্যাই ২১। বন্ধুত্ব, ভালোবাসা ও ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে’।
আমাদের কাগজ//টিএ






















