বিনোদন ১৫ অক্টোবর, ২০২২ ০৯:৩৮

গানওয়ালার গানের যাদুতে মুগ্ধ শ্রোতারা

বিনোদন ডেস্ক: অবশেষে ঢাকার মঞ্চে গাইলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ‘গানওয়ালা’খ্যাত আধুনিক বাংলা গানের পথিকৃৎ কবীর সুমন। তেয়াত্তুর বছর বয়সী শিল্পীর কণ্ঠে উঠল গত শতকের নব্বইয়ের দশকের আলোড়ন। প্রথমেই গাইলেন, ‘একেকটা দিন মসৃণ/ভোর থেকে শুরু করে রাতের শয্যায়/একেকটা দিন উঁচু-নীচু/কেউ নিলে পিছু/টোকা দিলে চুপিসারে কোণের দরজায়’।শিল্পীর কণ্ঠস্বরের সঙ্গে মিশে গেল শ্রোতার কণ্ঠস্বর।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যে নামার আগে (বিকাল সোয়া পাঁচটা) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মঞ্চে ওঠেন কবীর সুমন। সঙ্গে তার সফরসঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে দিলেন। গান শুরু করার আগে ছোট্ট বক্তব্যে তিনি বললেন তার কিছু না পারার কথা।

তিন দিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় এ শিল্পী। ১৩ বছর পর ঢাকায় কবীর সুমনের গানের আয়োজন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আলোচনা। কবীর সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খানসহ আরও অনেক তারকা।

নিজের বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তি উপলক্ষে ১৩ বছর পর কোনো সঙ্গীত আয়োজনে ঢাকায় গাইলেন সুমন। তিন দিনব্যাপী বেঙ্গল ক্লাসিকটি নিবেদিত ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন সুমনের গান ও বাংলা খেয়াল’ শিরোনামের এ আয়োজনের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর একই মিলনায়তনে আধুনিক বাংলা খেয়াল গেয়ে শোনাবেন গানওলা। সর্বশেষ আসরটি হবে ২১ অক্টোবর একই মিলনায়তনে বিকেল সাড়ে চারটায়, সেদিন গাইবেন আধুনিক বাংলা গান।

আমাদের কাগজ//জেডআই