বিনোদন ১৪ অক্টোবর, ২০২২ ১০:৪৬

সবাই সাবধান! শহরে নতুন বাপজান: বুবুলি

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শবনাম বুবলী তাঁর ছেলে  শেহজাদ খান বীররে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশন লিখেন সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’ 

মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট। বৃহস্পতিবার পোস্ট করা ছাবিতে দেখা যায় শেহজাদ খান বীর মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট পড়া স্টাইলিশ ছবি। 

ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আদরমাখা আবেগ। ছেলেকে প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই বীরের নামে নতুন ফেসবুক পেজ খুলেছেন বুবলী। সেখানে নিয়মিত আপডেট দিয়ে ভক্ত-অনুসারীদের আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। পাশাপাশি বুবলী নিজের পেজ থেকেও শেয়ার দিচ্ছেন ছোট্ট বীরের ছবি।

 

আমাদের কাগজ//টিএ