বিনোদন ১০ অক্টোবর, ২০২২ ০৩:৪০

চলে গেলেন অভিনেত্রী ঈশিতার মা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী ঈশিতার মা জানা রশীদ মারা গেছেন। ছোটপর্দায় একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এছাড়া ঈশিতাকে নায়িকা ও গায়িকার চরিত্রেও দেখেছেন দর্শকরা। 

সোমবার ১০ অক্টোবর সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ঈশিতার মা। জানা রশিদ প্রায় তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
 
ঈশিতার মায়ের মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। সাভারের পারিবারিক কবরস্থানে জানা রশীদকে সমাহিত করা হবে বলে জানায় পারিবারিক এক সূত্র।

প্রসঙ্গত, একসময় অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও প্রায় ১৩টি নাটক পরিচালনা করেছেন। ২০১৮ সালে তিনি প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন।

আমাদের কাগজ//জেডআই