বিনোদন ডেস্ক।।
বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। সার্চ ইঞ্জিন গুগলের টপ লিস্টে থাকেন সবসময়। যার প্রত্যেকটি আইটেম গান এখন থাকে টপচার্টে। বলছি বলিউড অভিনেত্রী সানি লিওনির কথা। রক্ষনশীল ভারতীয় পরিবারের মেয়ে সানি লিওনি কি করে হয়ে উঠেছিলেন নীল দুনিয়ার রানী? সে প্রশ্ন দর্শকদের মনে হরহামেশাই ঘুরপাক খায়।
নীল দুনিয়ার জগত এমনই এক জগত যেখানে স্বেচ্ছায় খুব কম নারীই পা রাখেন। বহু নারী শুধুমাত্র ভাগ্যের দোষে এজগতে পা রাখতে বাধ্য হন। কিন্তু সানি লিওনির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। পর্নস্টার মিয়া খলীফার মত তিনিও কারো প্ররোচনা বা পরিস্থিতির শিকার হয়ে নন। তিনি পর্নজগতে পা রেখেছিলেন স্বেচ্ছায়। যে জগতে তিনি আলো ছড়িয়ে ছিলেন অনেকটা সময়। যে জগতে বিচরন নিয়ে যার কোন আক্ষেপ নেই। নেই কোন হতাশা।
দিলীপ মেহেতা পরিচালিত তথ্যচিত্র 'মোস্টলি সানি'তে এমন অনেক তথ্যই উঠে এসেছে যেখানে সানির জীবনের অন্দরমহল একেবারে জনসমক্ষে এসেছে, যা আগে হয়ত কারোর জানাই ছিল না।
পাঞ্জাবী পরিবার যেভাবে সানিকে অস্বীকার করেছিল তারপর জীবনে যেভাবে ফিরেছেন তিনি, তা একটা জীবন্ত কাব্যগ্রন্থই বটে। সানির জীবনের চড়াই উৎরাইয়ের নানান অধ্যায়ের মধ্যে অন্যতম একটি, বলিউড চ্যাপ্টারে সানির প্রবেশের পেছনে রয়েছে 'বিগ বস'।
আরো পড়ুন: বিশ্বে সবচেয়ে বেশি চাহিদা ভারতীয় পর্ন চলচিত্রের
জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'বিগ বস'ই প্রথম সানি লিওনকে গোটা ভারতের কাছে শিরোনাম করে তোলে। মোবাইল কিংবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডার বন্দি সানি হঠাৎ খবরের কাগজের পাতায় চলে আসেন। বিগ বসের বাহির দরজা দিয়ে পা রাখতেই বলিউডের দরজা খোলা, বাকিটা এখন ইতিহাস। আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।





















