বিনোদন ডেস্ক
সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তার সাবলীল অভিনয় রীতিমত জয় করে নিয়েছেন দর্শকমন। এ অভিনেত্রী এখন ব্যস্ত ‘মাসুদ রানা’ সিনেমা নিয়ে। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির।
সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি পূজা জানান সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। এদিকে জানা গেছে, আগামী ২৬শে ফেব্রুয়ারি শুটিং শুরু হবে। ৩ কোটি ৫০ লাখ টাকায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবির অন্যতম প্রধান সোহানা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। আর মাসুদ রানা হবেন রাসেল রানা, নবনীতা হবেন নতুন মুখ সৈয়দা অমনি।
সিনেমা নিয়ে পূজা বলেন, এতদিন বলা নিষেধ ছিল। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানাতে চেয়েছিল। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান বরাত জানা গেছে, পূজা থেকে সোহানা হওয়ার জন্য পূজা প্রস্তুতি নিয়েছেন গত এক বছর ধরে। এই সময়ে সহশিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে একসঙ্গে কাজ করেছেন। দুই-চার সপ্তাহ পর পরই তারা বসেছেন। সোহানা চরিত্রের জন্য পূজা খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুই করেছেন নিয়ম মাফিক।
একই পরিচালকের ‘ক্যাশ’- শিরোনামের আরো একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পূজা। যেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে কাজ করবেন পূজা। এদিকে পূজা অভিনীত ‘শান’, ‘জিন’ আর ‘সাইকো’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো এ বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

বেশ আশাবাদী হয়ে এই নায়িকা বললেন, এই কাজগুলো খুব ভালো হয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে আমার প্রতি দর্শকদের নতুন ধারণা বদলে যাবে।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে পরদায় অভিষেক হলেও। বিরতি দিয়ে নায়িকা রূপে ‘নূরজাহান’- ছবিতে দেখা যায় তাকে। এরপর ‘পোড়ামন টু’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন এই নায়িকা।






















