বিনোদন ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৩৫

আট বছর পর রাজুর পরিচালনায় সাইমন

বিনোদন ডেস্ক

দেশের নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিতজ্বী হুজুরসিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক সাইমন সাদিকের এরপর একই পরিচালকেরপোড়ামনসিনেমায় মধ্যদিয়ে দারুণ সাফল্য পান এই অভিনেতা

তারপর কেটে যায় দীর্ঘ আট বছর রাজুর পরিচালনায় দেখা যায়নি সাইমনকে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও তারা দুজন একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সম্প্রতি রাজুরআর্তনাদনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক

প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের সঙ্গে আবার সিনেমায় কাজ করা সুযোগ পাবো অবশেষে সেই আর্তনাদের অবসান হলো, ‘আর্তনাদচলচ্চিত্রের মাধ্যমে আমার ওস্তাদ জাকির হোসেন স্যারের চলচ্চিত্রে দীর্ঘ বছর পর চুক্তিবদ্ধ হলাম, আলহামদুলিল্লাহ্

তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া

আর্তনাদসিনেমায় সাইমনের বিপরীতে নায়িকা কে থাকবে তা এখনো জানা যায়নি তবে খুব শিগগিরই বাকি অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ করে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে