বিনোদন ডেস্ক
অনেকদিন থেকেই গুঞ্জন, বলিউডের খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানীর সিনেমায় প্রথমবারের মত একসঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ খান এবং তাপসী পান্নু।
জানা গেছে, এবার রাজকুমার হিরানি পরিচালিত একটি স্যোশাল কমেডি ড্রামায় দেখা যাবে শাহরুখ খান ও তাপসী পান্নুকে। অভিনয়ের ক্ষেত্রে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও তাপসী। এর আগেও শাহরুখ ও তাপসীর মধ্যে একটি যোগসূত্র রয়েছে। কারণ তাপসী ও অমিতাভ বচ্চন অভিনীত 'বদলা' ছবিটির প্রযোজনায় ছিল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
একসঙ্গে অভিনয়ের ক্ষেত্রে তারা প্রথমবার। শাহরুখ ও তাপসী অভিনীত এই নতুন ছবির নাম এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, ইমিগ্রেশন নিয়ে একটি সোশ্যাল কমেডি ড্রামা বানাচ্ছেন রাজকুমার হিরানি। এক্ষেত্রে কিং খানকে পাঞ্জাব থেকে কানাডায় চলে আসা এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে। তবে ছবির নির্মাতাদের তরফ থেকে কেউ বিশদে মুখ খুলতে চাননি।
বর্তমানে শাহরুখ ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘পাঠান’ এর শুটিং নিয়ে। অন্যদিকে তাপসীর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যার ভেতর সম্প্রতি তাপসী শুটিং শেষ করেছেন ‘লুপ লাপেটা’ ছবির। অন্যদিকে অনুরাগ কাশ্যপের ‘দো-বারা’ ছবির শুটিং শুরু করেছেন তাপসী। এর পাশাপাশি ‘রেশমী রকেট’ নামে আরো একটি ছবির কাজ হাতে রয়েছে তার।






















