বিনোদন ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২০

ক্লিনিক খুলছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

লাভ স্টেশনখ্যাত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এখন সিনেমার চেয়ে বেশি সিরিয়াস চিকিৎসা সেবা নিয়ে কারণ, তিনি চিকিৎসকও বটে ডেন্টাল কলেজ থেকে পড়াশুনা শেষ করেলাভ স্টেশন’-খ্যাত এই নায়িকা এখনডেন্টাল সার্জনহিসেবে কাজ করছেন একটি বেসরকারি হাসপাতালে

চলমান করোনাকালে এসে তিনি উদ্যোগ নিয়েছেন সমমনা চিকিৎসক শিক্ষক বন্ধুদের সহযোগিতা নিয়ে নিজে কিছু করার এরমধ্যে গুলশান অঞ্চলে একটি বিশেষ ক্লিনিক গড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী যেখানে শুধু দাঁত নয়, থাকবে ত্বকের চিকিৎসাও

হাসপাতালটির নাম রেখেছেনডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক বাই ডা. মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত বলেন, ডেন্টাল চিকিৎসা তো থাকছেই সঙ্গে আমরা যুক্ত করেছি স্কিন বিউটি একসঙ্গে এই তিনটি চিকিৎসার উদ্যোগ আগে কেউ নিয়েছে বলে আমার জানা নেই

মিষ্টি আরও জানান, ক্লিনিকে তার সঙ্গে থাকছেন তার বন্ধু শিক্ষকরা যারা কনসালটেন্ট হিসেবে কাজ করবেন প্রত্যাশা করেন, মার্চের ভেতর পুরো ক্লিনিকের ডেকোরেশন ইকুয়েপমেন্ট সেটআপ হয়ে যাবে এরপর দ্রুত সময়ের মধ্যে হবে গ্র্যান্ড ওপেনিং

উল্লেখ্য, ২০১৪ সালেলাভ স্টেশনদিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হওয়া এই নায়িকা সম্প্রতি একসঙ্গে ৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হবে সিনেমাগুলো