বিনোদন ডেস্ক
গেল ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসের একদিন পর প্রেমিক অনিমেষ আইচের সঙ্গে নয়টি মিষ্টি প্রেমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।আর সেই ছবিগুলোই প্রমাণ করছে, প্রেমচেতনা কত মধুর! আর তাদের সে ছবি গুলো দেখে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন ভক্ত অনুরাগীরা।
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মতো করে প্রেম অন্য কেউ করে না বলে মনে করেন তিনি। কারণটা অবশ্য ভাবনার ঘটা করে ব্যাখা করার দরকার হবে না, শুধু চোখ রাখলেই হবে তাঁর সামাজিক পাতায়। প্রেমিক জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচকে নিয়ে তাঁর কোনো গোপন কেচ্ছা নেই। যা করেন, সেটা সবাইকে জানিয়ে।
গেল বছরের সেপ্টেম্বরে প্রেমিককে নিয়ে ভাবনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমিক হিসেবে অনিমেষ আইচকে টেনেটুনে পাস মার্ক দেওয়া যেতে পারে। দশ নাম্বারের মধ্যে অনিমেষ আইচ পাবেন চার কিংবা পাঁচ। ব্যাখা করে অভিনেত্রী বলেন, আসলে শিল্পীরা খুব ভালো প্রেমিক হতে পারে না। আমিও খুব ভালো প্রেমিকা না এবং তার জন্য তাকে আমি চুজ করেছি। যেহেতু আমরা দুজন ভালো প্রেমিক-প্রেমিকা না, তো দুই খারাপ মিলে ভালো হওয়ার চেষ্টা।
উল্লেখ্য, আশনা হাবিব ভাবনা তাঁর অভিনয়জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। সেই থেকে তিনি একের পর এক টিভি ধারাবাহিক ও একক নাটকে কাজ করে চলেছেন। ২০১৭ সালে তাঁর চলচ্চিত্র-ক্যারিয়ার শুরু হয় ‘ভয়ংকর সুন্দর’ এর মাধ্যমে, যেটা পরিচালনা করেছিলেন অনিমেষ আইচ।






















