বেশ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন থেকে নিজেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে কোনও অনুষ্ঠান বা রিয়েলিটি শোতে দেখা যাচ্ছিল না। অনেক অনুনয় করেও কোথাও পাওয়া যাচ্ছিল না বলে খবর এসেছিল। এবার শোনা যাচ্ছে অভিমান ভুলে গেছেন অভিনেতা।
তাকে আবার দেখা যাবে টেলিভিশনে কাজ করতে। বাংলা টেলিভিশনে ফিরবেন নাচের অনুষ্ঠানের হাত ধরে। অনেক দিন ধরে নাকি তাকে রাজি করানোর চেষ্টা করছিল আয়োজকরা।
অবশেষে তিনি রাজি হয়েছেন স্টার জলসার রিয়েলিটি শোতে ‘ডান্স ডান্স বাংলা’ জুনিয়রে কাজ করতে। এবারেও তিনি থাকবেন প্রধান বিচারকের আসনে। তার সঙ্গে এবার শোতে আরও দেখা যাবে শ্রাবন্তী ও সোহমকে। এবারও থাকবে মিষ্টি বাচ্চা ‘লাড্ডু’। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মজার এই নাচের শো।





















