বিনোদন ডেস্ক
সময়ের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদ। সর্বশেষ তিনি নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি। সে সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ তিনটি বিভাগে পুরস্কার জিতে নেয়। এরপর গেল বছরের শেষ দিকে নতুন সিনেমার ঘোষণা দেন এ নির্মাতা। নাম ‘স্ফুলিঙ্গ’।
গত বছরের ৯ ডিসেম্বর বনানী ক্লাবে সিনেমার নাম ঘোষণার দিনই জানা গিয়েছিল ২০২১ সালের মার্চ মাসে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে মার্চ মাসের সেই সুনির্দিষ্ট তারিখটা জানা গেল। ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমা।
এদিকে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে এমন তথ্য জানানো হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে তৌকীর বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তাঁর আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি, বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে। ব্যান্ড দলের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়ে যাবে।
জানা গেছে, গেল বছরের ১১ ডিসেম্বর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ‘স্ফুলিঙ্গ’ সিনেমার শুট। মাত্র ২৪ দিনে গান বাদে সিনেমাটির শুট শেষ হয়।
সিনেমাটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরী মণি, আবুল হায়াত মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমার সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।





















