বিনোদন ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে নদীর বাঁধ ভেঙে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক এলাকা। মারাও গেছেন বেশ কয়েকজন। আর সেখানে শুটিং করতে গিয়ে এই দুর্যোগের মধ্যে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তিনি নিরাপদে আছেন।বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
উত্তরাখণ্ডে বেশ কিছুদিন ধরে সিনেমার শুটিং করছিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই তাকে নিয় উদ্বিগ্ন ছিল ইন্ডাস্ট্রির অনেকে। তবে ঋতুপর্ণা এবং তার ইউনিট দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে রয়েছেন বলে জানিয়েছেন। তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা বলেন, শুটিংয়ের মাঝেই শুনলাম একাধিক গ্রাম ধসে তলিয়ে গিয়েছে। এখানে সরাসরি কোনও প্রভাব না পড়লেও খবর শুনে সকলেই মর্মাহত।
তুষার ধসের সময় মুসৌরি রোডে শুটিং ‘অন্তর্দৃষ্টি’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ৪ দিন পরে পুরো টিমসহ কলকাতায় ফিরবেন তিনি।
তিনি আরও বলেন, আমার মা এসেছিলেন এখানে। আজ ফিরে গেলেন। শুনলাম, দুর্ঘটনার কারণে বিমানবন্দরে প্রচণ্ড ভিড় হয়েছে। সকলে মিলে এখন ভালোভাবে ফিরতে চাই।
কবীর লাল পরিচালিত ‘অন্তর্দৃষ্টি’ সিনেমাটি বাংলা, মরাঠি, তামিল ও কন্নড় ভাষায় নির্মিত হচ্ছে। ঋতুপর্ণার সঙ্গ এতে আরও অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী।





















