বিনোদন ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৪

সভাপতি হয়ে যা বললেন ওমর সানি

ওমর সানি

ওমর সানি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি চলচ্চিত্রের একজন নেতাও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরেই

গেল ৩০ বছর ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানি। সঙ্গে তার পুরো প্যানেলের সবাই জয়ী হয়েছেন

নিজের জয়ের আনন্দ প্রকাশ করে ওমর সানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সদস্যদের প্রতি
দোয়া চেয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যাশায়। তিনি বলেন, ‘ফিল্ম ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেয়ার জন্য। আমি ওয়াদা করছি আমি এবং আমার ক্যাবিনেট দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো

সবার দোয়া চাই। আমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে কাজ করতে চাই।’

এসময় ফিল্ম ক্লাবের সদস্যদের নিয়মিত ক্লাবে আসার আহ্বানও করেন তিনি