বিনোদন ডেস্ক
চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানীয় পুরস্কার মানেই অস্কার। বছরের পর বছর ধরে এই পুরস্কার ছুঁতে চাওয়ার দৌড়ে শামিল হয়েছে গোটা বিশ্বের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। ‘নটখট’ এর হাত ধরেই শুরু বিদ্যা বালানের অস্কার দৌড়। আস্কারে সেরা শর্ট ফিল্ম ক্যাটেগরিতে মনোনীত হয়েছে ‘নটখট’।
সিনেমায় ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। এছাড়া রয়েছেন শিশু শিল্পী সনিকা প্যাটেল। ‘নটখট’ ছবিটি অস্কারে যাওয়া নিয়ে ছবির একটি স্টিল শেয়ার করে বিদ্যা বালান লিখেছেন, ২০২১ সালের অস্কার দৌড়ে শামিল নটখট। খুব উত্তেজিত। ২০২০ সালে এই ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিল। ছবিটি যে সব চলচ্চিত্র উৎসবগুলিতে গিয়েছিল তার নামও শেয়ার করেছেন বিদ্যা। এছাড়া ছবির একটি স্নিপেটও শেয়ার করেছেন এ অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছে মা (বিদ্যা বালান) ও তার ছেলের (সনিকা প্যাটেল) মধ্যে বাক্য বিনিময়। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের উপর অত্যাচারের কথা উঠে এসেছে সেই সংলাপে।
এদিকে, বিদ্যার ‘নটখট’ যে অস্কারে মনোনীত হয়েছে, সেই সংবাদ আগেই টুইটে শেয়ার করেছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা। ‘নটখট’-এর সমস্ত কলাকুশলীদের অভিনন্দনও জানান তিনি। ছবিতে বিদ্যাকে দেখা গেছে একেবারেই ডি-গ্ল্যাম লুকে। আটপৌরে শাড়ি, মাথায় ঘোমটা, গলায় মঙ্গলসূত্র, মুখে জমকালো মেকআপের চিহ্ন মাত্র নেই, অভিনেত্রীকে একেবারে নতুন রূপে পর্দায় মেলে ধরেছেন পরিচালক।
ছবির প্রযোজক বিদ্যা নিজেই। রনি স্ক্রুওয়ালার সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করেছেন তিনি। ‘নটখট’ ছবি পরিচালক শান ব্যাস-এর আগে মাসান, জুবানের মতো ছবির প্রযোজক ছিলেন। ইতিমধ্যেই ভারতে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে বিদ্যা বালানের এই ছবি।





















