বিনোদন ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৪

যে ছবি ভাইরালে আলোচনায় রণবীর-আলিয়া (ছবিসহ)

বিনোদন ডেস্ক ।। 

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের বিয়ের গুঞ্জন রয়েছে চলতি বছরের শুরু থেকেই। এরই মধ্যে সম্প্রতি তাদের একটি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যেখানে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে বর-কনের বেশে দেখা যাচ্ছে। সেই গোপন ছবিটি প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এরপর গুঞ্জন ছড়ায় গোপনে তারা বিয়ে করে ফেলেছেন।

জানা যায়, সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেন আলিয়া ভাট। ওই বিজ্ঞাপনে আলিয়ার বিপরীতে বরবেশে যিনি হাজির ছিলেন, তাঁর মুখের জায়গায় ফটোশপ করে বসিয়ে দেওয়া হয় রণবীর কাপুরের মুখ। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ওই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।