বিনোদন ৩১ জানুয়ারি, ২০২১ ১১:২৭

৩১ বছর বয়সেই না ফেরার দেশে প্রতিভাবান নৃত্য পরিচালক

সুমন রহমান

সুমন রহমান

ডেস্ক রিপোর্ট

নৃত্য পরিচালক সুমন রহমান মারা গেছেন। শনিবার দিবাগত রাত (৩১ জানুয়ারি) ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাত্র ৩১ বছর বয়সে সুমন রহমানের এমন প্রস্থানে শোক নেমেছে চলচ্চিত্র, বিজ্ঞাপন মিউজিক ভিডিও অঙ্গনে। তিন মাধ্যমেই নৃত্য পরিচালক হিসেবে গেল বছর দারুণ কাজ করছিলেন এই তরুণ। সুমন রহমানের কোরিওগ্রাফিতে সর্বশেষ মুক্তি পায় চয়নিকা চৌধুরীর সিনেমাবিশ্বসুন্দরী

আজ রোববার বিকালে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমি এখন মিরপুর ৬০ ফিটে সুমনের বাসায়। ওকে বিদায় দিতে এলাম। আমার প্রথম সিনেমাটা ওর সঙ্গে করা, সেজন্যই কষ্টটা একটু বেশি হচ্ছে। এমন মেধাবী তরুণ এত দ্রুত ঝরে যাবে, মানতে কষ্ট হয়।

চয়নিকা চৌধুরী জানান, গত বছর অক্টোবরে সুমন রহমান করোনাভাইরাস পজিটিভ হন। চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থও হয়ে ওঠেন। তবে করোনা পরবর্তী আঘাত সহ্য করতে পারেননি সম্ভবত। এরমধ্যে কিডনি রোগে আক্রান্ত হন। কিডনির ব্যথা সহ্য করেই সুমন রহমান কাজ করছিলেন।

শনিবার (৩০ জানুয়ারি) তার পেট খারাপ হয়। প্রচণ্ড ব্যথা হয়। সেলাইন খেয়ে সেটি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। পরে সহ্য করতে না পেরে মধ্যরাতে বাসা থেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু পথিমধ্যেই প্রাণ হারান সুমন।

রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা জানান সুমন রহমানের ঘনিষ্ঠজন সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকার।

বিশ্বসুন্দরীছাড়াও সুমন রহমান নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন দীপংকর দীপনেরঢাকা অ্যাটাক’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজেরছায়াছবিতারকাঁটা’, অনন্য মামুনেরনবাব এলএল.বিসহ অসংখ্য টিভিসি মিউজিক ভিডিওতে।

জানা গেছে, সর্বশেষ সুমন কাজ করছিলেন কণা ইমরানের একটি গানের ভিডিওতে।

সুমন রহমান ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে জড়িত ছিলেন দেশের অন্যতম আধুনিক নাচের দল ঈগল ডান্স কোম্পানির সঙ্গে।

ফেসবুকে এই নৃত্যজনের শেষ পোস্ট ছিলো সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত হওয়া স্টেডি ক্যামেরাম্যান অনিমেষ রাহাতকে নিয়ে। রাহাতকে ট্যাগ করে সুমন লিখেছেন, ‘ওয়ান টেক গানটা আমরা ওপারেই বানাবো...

২০ জানুয়ারি লেখা এমন পোস্টের সত্যতা মিলে ঠিক ১০ দিনের মাথায়, ৩০ জানুয়ারি! দুজনেই এখন ওপারে।