বিনোদন ডেস্ক।।
বিশ্বজুড়ে জনপ্রিয় মেক্সিকান বংশোদ্ভুত হলিউড অভিনেত্রী সালমা হায়েকের জন্মবার্ষিকী গেলো গত সোমবার(২ আগস্ট)।
কিন্তু তাঁকে দেখে কে বলবে বয়স পঞ্চাশাের্ধ্ব? ভক্তদের কাছে তাে তিনি এখনো চিরতরুণী, চিরযৌবনা।। নিজের জন্মদিন উপলক্ষে গতকাল সালমা হায়েক ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। ছবিটি তাঁর। সৈকতে অবসর কাটানোর।

ফিরোজা রঙের টু-পিস বিকিনি পরিহিত দেখা যাচ্ছে সালমাকে। তাঁর। আবেদনময়ী লুকে দিশেহারা ভক্তকুল। ক্যাপশনে ভুলনা লিখেছেন, হ্যাঁ, কাল ৫৩ হচ্ছে। সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সব বাচ্চাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জেমস বন্ড অভিনেতা পিয়ার্স ব্রেসনান তাঁর ছবিতে মন্তব্য করেছেন, শুভ জন্মদিন, সালমা!' সালমার ছবি পােস্টের সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঝড় বয়ে যায়। এক ভক্ত লেখেন, তুমি স্বপ্নের মতাে।। অন্যজন লেখেন, তােমার বয়স ৫৩, সেটা বিশ্বাস করি না। তােমাকে দারুণ দেখাচ্ছে।'
এক ইরানিভক্ত সালমার উদ্দেশে মন্তব্য-ঘরে লিখেছেন ইরান থেকে বলছি আমি তােমার ভক্ত বয়স যা-ই হোক, তুমি দেখতে ৩৫ বছরের মতাে। শুভ জন্মদিন।
সালমা হায়েকের সুইমস্যুট ছবি বা ভিডিও প্রকাশিত হলেই অন্তর্জালে আলোড়ন তোলে। শুরু হয় ভক্তদের হৃদয়ে হাহাকার।






















