বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত হিরো আলম। ফেনী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত সিংহ প্রতীকের মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন।
আজ সোমবার শহরের এসএসকে সড়কের হোটেল বেস্ট ইনের সামনে থেকে সিংহ প্রতীকের জন্য প্রচারণা চালান এ সমালোচিত হিরো।
ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তরিকুল ইসলাম তারেক। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী তিনি। এর আগে ফেনী সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবং ২০১৮ সালে ফেনী-৩ আসন থেকে এনডিএমের হয়ে সংসদ নির্বাচন করেছেন তারেক।
পৌরসভা নির্বাচনে তারেকের প্রচারণায় অংশ নেওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, আমার নির্বাচনী প্রতীক ছিল সিংহ। তারেক ভাইও এবার সিংহ প্রতীক নিয়ে মেয়র নির্বাচন করছেন। প্রিয় ফেনী পৌরসভাবাসী, আপনারা তারেক ভাইয়ের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে মেয়র পদে জয়ী করবেন। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে আমি গর্বিত।
হিরো আলম বলেন, তারেক আমার বন্ধু এবং দলীয় প্রার্থী। সে দায়িত্ব থেকে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। আমি সিংহ প্রতীকের জন্য ভোট চাইছি। আশা রাখছি আপনারা ভোট দিবেন এবং দোয়া করবেন।
ফেনী পৌরসভার মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারেক বলেন, হিরো আলম এনডিএমের প্রেসিডিয়াম সদস্য। দলীয় সিদ্ধান্তে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।






















