বিনোদন ডেস্ক
এবার ডুয়েট গান নিয়ে হাজির হলেন হিরো আলম। ‘ডিজে কালা’ শিরোনামে গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুমি খান।
মিউজিক ভিডিওটি বাজনা মাল্টিমিডিয়া নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নতুন গানের ভিডিওতে হিরো আলমের সঙ্গে একঝাঁক ড্যান্সার পারফর্ম করেছেন।

হিরো আলম বলেন, অনেকেই বলছেন যে আগের চেয়ে আমার গানে উন্নতি হচ্ছে। কেউ আবার শুধু সমালোচনাই করে যাচ্ছে। তবে আমি হিরো আলম যা করি ভালোবাসা দিয়েই করি। গান নিয়ে আমি সিরিয়াস। সামনে আপনাদের আরও সুন্দর গান উপহার দেয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

বাবু খাইছো গানের মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর হাজারো সমালোচনা সত্ত্বেও একের পর এক গান প্রকাশ করেই চলেছেন তিনি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=uAdZtFwOTVE&feature=emb_title






















