বিনোদন ১৯ জানুয়ারি, ২০২১ ০৯:১৪

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের জন্য মুম্বাইয়ের পথে চঞ্চল-শুভ

বিনোদন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক 'বঙ্গবন্ধু' সিনেমার শুটিং শুরু হচ্ছে ভারতের মুম্বাইয়ে। ছবিটির শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার বেলা দুইটার দিকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেতা চঞ্চল চোধুরী।

জানা যায়, ছবিটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে (বড় বেলা) অভিনয় করবেন শুভ আর চঞ্চল করবেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মাঝ বয়সী চরিত্রে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তারা।

ঢাকা ছাড়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চঞ্চল লিখেন, ১১ বছর আগে, ফকির লালন শাহ কে নিয়ে প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ নির্মান করেছিলেন ‘মনের মানুষ’ সিনেমা। সেই সিনেমায় অভিনয়ের সুবাদে,দেশের বাইরে প্রথম,শিলিগুড়ির চিলাপাতা ফরেস্টে দীর্ঘদিন শুটিং করেছিলাম। ঠিক ১১ বছর পর, তেমনি এক শীতের সকালে,মুম্বাই যাচ্ছি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে।

বঙ্গবন্ধু সিনেমাটির লাইন প্রযোজক মোহাম্মদ হোসেন জেমি বলেন, গতকাল মুম্বাইয়ের প্রথম ফ্লাইটে সিনেমাটির ক্যামেরা ক্রু, কলাকুশলী ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা গেছেন। সে ফ্লাইটে শিল্পীদের মধ্যে কেবল দিব্যই গিয়েছেন। সে বঙ্গবন্ধুর কিশোর বেলার চরিত্রে অভিনয় করবেন। আর আজকে গেলেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী। সাথে সিনেমার টেকনিয়াশানসহ অন্য কলাকুশলীরাও গেছেন। এরপর ধীরে ধীরে গাজী রাকায়েত, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ও নুসরাত ফারিয়াসহ সবাই যাবেন।’

জানা যায়, আগামী ২৫ জানুয়ারি মুম্বাই থেকে শুরু হচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। টানা আড়াই মাস চলবে সেটি। এরপর দ্বিতীয় লটের জন্য বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।

ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ও ভারতের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ। এটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।