বিনোদন ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৫৫

২ কোটি দর্শক উঠেছে লোকাল বাসে

বিনোদন ডেস্ক ।।

সম্প্রতি লোকসংগীতশিল্পী মমতাজের কণ্ঠে গাওয়া ‘লোকাল বাস’ গানটির মিউজিক ভিডিও’র দর্শক-শ্রোতার সংখ্যা দুই কোটি স্পর্শ করেছে। ‘লোকাল বাস’ গানটির মিউজিক ভিডিও ২০১৬ সালের ২ সেপ্টেম্বর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়।

যৌথভাবে গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। সুর করেছেন লুৎফর হাসান ও প্রিতম হাসান। সংগীতায়োজনে ছিলেন প্রীতম হাসান। র‌্যাপ গেয়েছেন শাফায়াত হোসেন। গানটি গেয়েছেন মমতাজ।

এ বিষয়ে গানটির সুরকার লুৎফর হাসান বলেন, গানচিল মিউজিক থেকে প্রকাশিত এই গানের শ্রোতা দুই কোটি পেরিয়েছে। আমরা ইতিহাস লিখতে এসেছিলাম। শুধুই আকাশ বাতাসে হিট হয়েছে, তাই না, শুধু ভিউ হয়েছে তাই না, বাংলা গানের বৈচিত্র্যের খেলায় একটা বড় গুটি লোকাল বাস। দর্শকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

এছাড়াও ‘লোকাল বাস’-এর ভিডিও নির্মাণ করেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন অদিত রহমান, সৌমিক আহমেদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সাফায়েত হোসাইন, প্রীতম হাসানসহ অনেকে।