বিনোদন ১৭ জানুয়ারি, ২০২১ ১০:০২

বিয়ে নিয়ে যা বললেন মৌনি

বিনোদন ডেস্ক

ছোট পর্দা থেকে রুপালি পর্দায় ঝড় তুলছেন বলিউডে মৌনি রায়। এ অভিনেত্রী ‘গোল্ড’ ও ‘মেইড ইন চায়না’ মাধ্যমে জয় করে নেয় অগণিত দর্শকের মন। এবার মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। শুধু সিনেমা নয়, প্রচারের আলোয় তাঁর ব্যক্তিগত জীবনও।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ও বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর জানিয়েছে, যদি গুঞ্জন সত্যি হয়, তবে খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায়। পাত্র দুবাইভিত্তিক ব্যাংকার সুরজ নাম্বিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, দুবাইভিত্তিক ব্যাংকার সুরজ নাম্বিয়ারের সঙ্গে প্রেম করছেন মৌনি রায়। আর খুব দ্রুতই প্রেমের পরিণতি ঘটাতে চলেছেন। সুরজের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মৌনি। এমনকি সুরজের পিতামাতাকে মা-বাবা বলে সম্বোধন করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে বলছে, মৌনি ও সুরজ শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। সুরজের মা-বাবার সঙ্গে হৃদ্যতাই তাঁকে এ সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

মজার ব্যাপার হলো, কয়েক বছর ধরে সুরজের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে মৌনির। তবে এর আগে একবার স্পটবয়কে দেওয়া সাক্ষাৎকারে সেই গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন এ অভিনেত্রী। বলেছিলেন, তিনি সিঙ্গেল আর তাঁর মনোযোগ শুধু কাজে।

যা হোক, সাম্প্রতিক খবর যদি সত্য হয়, তবে অভিনেত্রী মৌনি রায় ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন এবং রাজকীয় একটি বিয়ের আয়োজন দেখতে চলেছে বি-টাউন।