বিনোদন ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:২৫

প্ল্যাকার্ড হাতে বন রক্ষার দাবিতে রাস্তায় বলিউড তারকারা

বিনোদন ডেস্ক ।।

ভারতের মুম্বাইয়ে 'আরে' বনের গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বন রক্ষার দাবিতে  এবার প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন বলিউড তারকারা। 'মুম্বাইয়ের ফুসফুস' নামে পরিচিত 'আরে' বনের ২ হাজার ৭০০ গাছ কেটে ফেলার অনুমোদন দেয়াতেই তারা প্রতিবাদে নামেন।

রবিবার (১ সেপ্টেম্বর) আরে বনের সামনে এক মানববন্ধনের আয়োজন করেন প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকরা।

এ সময় তাদের সাথে মানববন্ধনে অংশ নেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা, রাভিনা ট্যান্ডন, এশা গুপ্তা, অভিনেতা রণদীপ হুদা, কমেডিয়ান কপিল শর্মা, প্লে-ব্যাক সঙ্গীতশিল্পী শানসহ আরও অনেকেই।
মানববন্ধনে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে ঠাই দাঁড়িয়ে প্লাকার্ড হাতে প্রতিবাদে শামিল হন শ্রদ্ধা। শ্রদ্ধা কাপুরের টি-শার্টে লেখা ‘আরে বাঁচাও’। 

সম্প্রতি ভেগান হওয়ার ঘোষণা দেওয়া পরিবেশবাদী অভিনেত্রী শ্রদ্ধা পৌরসভার এই সিদ্ধান্তে প্রচণ্ড হতাশ ও বিক্ষুব্ধ। তিনি ইনস্টাগ্রামে লাইভে এসে বলেন, আমরা প্রকৃতি মাকে রক্ষার জন্য একত্র হয়েছি। ইতোমধ্যে দূষণজনিত সমস্যায় ভুগছি আমরা। এ পরিস্থিতিতে গাছ কাটার অনুমতি কীভাবে দেওয়া হলো? বলেও প্রশ্ন তোলেন তিনি।